× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ এএম । আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ এএম

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক | ফাইল ছবি

ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের আদালত। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এদিন তার পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী জামিন আবেদন করেন। তবে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। 

এরআগে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সাবেক বিচারপতি মানিককে আদালত প্রাঙ্গণে আনা হয়। এসময় মানবঢাল করে এজলাসে তোলা হয় তাকে। 

গত ২৩ আগস্ট রাতে সিলেট সীমান্ত দিয়ে পালানোর সময় মানিককে আটক করে বিজিবি। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের আদালত। 

তবে ওইদিন বিকালে আদালতে তোলার সময় আলোচিত-সমালোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.