পঞ্চগড় হিমালয়ের কাছাকাছি অবস্থিত একটি জেলা । ফলে এখানে প্রতি বছরই শীতের আমেজ শুরু হয় একটু আগেই। শীত মৌসুমে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। অন্য জেলার তুলনায় শীতের অনুভূতিও হয় বেশি। এ বছরও যেন আগেভাগেই নামছে এ জেলায় শীত। আর তা জানান দিচ্ছে প্রকৃতি।
আবহাওয়াবিদরা বলেছেন, মৌসুমে বায়ু কম সক্রিয় থাকায় ও উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেষ রাতে শীত নেমে আসলে ঠাণ্ডা অনুভূত হয়। বিশেষ করে মৌসুমি বায়ু যখন বাংলাদেশের ওপর আর সক্রিয় থাকবে না তখন হালকা ধরনের শীত পড়বে। আর শীতের আমেজ তো অন্যান্য অঞ্চলের চেয়ে উত্তরে প্রকট হয়ে থাকে। এর মাত্রা আর অনুভূতি থাকে ভিন্নতর।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় দেশের উত্তরাঞ্চলে শেষ রাতে শীত নেমে আসলে ঠাণ্ডা অনুভূত হয়। বিশেষ করে মৌসুমি বায়ু যখন বাংলাদেশের ওপর আর সক্রিয় থাকবে না তখন হালকা ধরনের শীত পড়বে।
বর্তমান চলছে শরৎকাল। কয়েক দিন পর শুরু হবে হেমন্তকাল। ইতোমধ্যে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে শীতের হালকা আমেজ আবহাওয়া শুরু হয়েছে। পঞ্চগড় সর্ব উত্তরের জেলা। পঞ্চগড় থেকে হিমালয়ের দূরত্ব ৬০-৭০ কিলোমিটার। বইছে পাহাড়ি শীতল হাওয়া। শীতল বাতাসের কারণে প্রতি বছর আগাম শীতের বার্তা নিয়ে আসে। এ বছরেও তার ব্যতিক্রম ঘটেনি। যার ফলে হেমন্তের আগেই হালকা শীত অনুভব শুরু হয়েছে। শহরের তুলনায় গাঁও-গ্রামে বেশী ঠাণ্ডা অনুভব হচ্ছে। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে বেশ ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। তবে রাতের বেলা বেশী ঠাণ্ডা অনুভব হচ্ছে। অনেকে শেষ রাতে কাথা কম্বল গায়ে দিচ্ছেন।