× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তেজগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধে তীব্র যানজট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ এএম । আপডেটঃ ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ এএম

ছবি | সংগৃহীত

কারিগরি শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে ঢাকার তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করায় আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে 'কারিগরি ছাত্র আন্দোলন'র ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। বেলা আড়াইটা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, "এখনও শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন। এর ফলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।"

দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় হাতিরঝিল, মগবাজার, কারওয়ানবাজার, ফার্মগেইট, বিজয় সরণি, মহাখালী এলাকায় তীব্র যানজটের খবর পাওয়া যাচ্ছে।


আন্দোলনরতদের ছয় দফা হলো–


• ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে।

• ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করতে হবে।

• উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

• কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না।

• কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।

• ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ বাড়াতে হবে।


বিক্ষোভকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি আল ইমরান বলেন, “আমরা যেহেতু উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমাদেরকে ইন্সট্রাকটর পদে দশম গ্রেডে নিয়োগ দেওয়া হোক। অথচ তারা (বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদ) টেকনিক্যাল বিষয় কিছু জানে না। তারা এ বিষয়ে শিক্ষিতই না। এসব ক্রাফট ইন্সট্রাকটরদের আমরা ইন্সটিটিউটে রাখতে পারি না।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.