× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে ১২ শ্রমিক দগ্ধ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ এএম । আপডেটঃ ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম

আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি—সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরনো জাহাজ ভাঙার এক কারখানায় বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন।

সীতাকুণ্ড থানার ওসি কামালউদ্দিন বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি শিপইয়ার্ডে এসএন করপোরেশন নামের ওই কারখানায় একটি পুরনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ইউনিটে ১২ জন ভর্তি আছে।

“তাদের ১০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। আর সবারই শ্বাসতন্ত্র কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ডা. রফিক জানান, চিকিৎসাধীন জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ, আহমদ উল্লাহর ৯০, কাশেমের ৩৫, সাগরের ২৫, আল আমিনের ৮০, মইনুলের ৮০, হাবিবের ৪০, বরকতের ৫০, আনোয়ারের ২ এবং রফিকের ১০ শতাশ পুড়ে গেছে।

এছাড়া রফিকুল ও সাইফুল নামের দুজনের কানে সমস্যা হয়েছে বলে জানান ডা. রফিক।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.