× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কি.মি যানজট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৪, ০৫:০৬ এএম । আপডেটঃ ২৪ আগস্ট ২০২৪, ০৫:০৭ এএম

ছবি | সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়কে যাতায়াত করা যাত্রী ও চালকেরা।

সরজমিন দেখা যায়, মহাসড়কের মিরসরাই অংশে ঢাকামুখী লেনের মিরসরাই সদর থেকে ফেনীর লালপোল পর্যন্ত হাজার হাজার গাড়ি আটকা পড়ে আছে। বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ঠাঁই দাঁড়িয়ে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রো, তেলবাহী গাড়ি, মালবাহী লরি, কাভার্ডভ্যান। এসময় উল্টোপথে ত্রাণবাহী, স্বেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা নিয়োজিত গাড়ি যাওয়ার জন্য সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরা।

খোঁজ নিয়ে জানা যায় , বৃহস্পতিবার থেকে মহাসড়কের ফেনীর লালপোল অংশে শুক্রবার সকাল থেকে ফেনীর খাইয়ারা রাস্তার মাথায় তীব্র পানির স্রোত বৃহস্পতিবার থেকে ফেনী-চৌদ্দগ্রাম কুমিল্লা পর্যন্ত অপর দিকে ফেনী মিরসরাইয়ের বড়তাকিয়া পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার দুপুর পর্যন্ত সড়কে পানি দেখা গেছে।

চট্টগ্রাম বউবাজার এলাকার ট্রাকচালক আমির হোসেন বলেন, ঢাকা যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ৩টা থেকে মিরসরাই ঠাকুর দিঘী বাজারে টানা ২৭ ঘণ্টায় গাড়িতে আটকা আছি।

তৃষা পরিবহের চালক আজিম হোসেন বলেন, প্রায় ১৯ঘণ্টা বারিয়ারহাট বাজারে আটকা আছি। কোনো খাবার পাচ্ছি না। হোটেল, খাবারের দোকান সব বন্ধ। কখন কুমিল্লায় যাবো চিন্তায় আছি।

ফয়সাল আহম্মেদ নামে এক যাত্রী জানান, শুক্রবার বিকাল তিনটায় বাসে উঠেছি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ৩৫ কিমি বিএসআরএম পর্যন্ত আসলাম শনিবার ৯টায়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি সোহেল সরকার জানান, হঠাৎ বন্যার পানিতে অনেক স্থানে রাস্তা তলিয়ে গেছে। গাড়ি চলাচল করতে পারছে না।

পানি কমলে এই যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.