× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিএমপির ১৫ থানায় নতুন ওসি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ আগস্ট ২০২৪, ০১:৫০ এএম । আপডেটঃ ২৩ আগস্ট ২০২৪, ০১:৫১ এএম

ছবি | সংগৃহীত

সরকার পতনের পর পুলিশের ব্যাপক রদবদলের প্রক্রিয়ায় ঢাকার আরও ১৫ থানায় নতুন ওসি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বিভিন্ন থানার ওসি হিসেবে বদলি করা হয়।

সবমিলিয়ে ডিএমপির ২৮ থানা পেল নতুন ওসি।

এর আগে দুটি পৃথক আদেশে ১৩ থানায় নতুন ওসি নিয়োগ দেন ডিএমপি কমিশনার।

আদেশ অনুযায়ী, তুরাগ থানায় মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহবাগ থানায় এ কে এম সাহাবুদ্দিন শাহীন, নিউমার্কেট থানায় মো. সাজ্জাদ হোসেন, সূত্রাপুর থানায় মো. মোহসীন হোসাইন, বংশাল থানায় ক্যশৈনু, রামপুরা থানায় মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, মুগদা থানায় সোহরাব মিয়াকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, কদমতলি থানায় মো. মফিজুর রহমান, যাত্রাবাড়ী থানায় মোহাম্মদ মাইনুর ইসলাম, শ্যামপুর থানায় মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহ আলী থানায় এ কে এম মামুনুর রশীদ, দারুসসালাম থানায় রকিব উল হোসেন, আদাবর থানায় মাহফুজ ইমতিয়াজ ভূইয়া ও মোহাম্মদপুর থানায় ওসি হিসেবে পাঠানো হয়েছে মোহাম্মদ গোলাম মোস্তফাকে।

গত ১৩ ও ১৮ অগাস্ট দুই ধাপে ডিএমপির সব থানার ওসিকে সরিয়ে দেয় পুলিশ সদর দপ্তর।

প্রথমে ১৮ জন ও পরে ৩২ জনকে বদলি করে দেশের বিভিন্ন প্রান্তের ট্রেনিং সেন্টারগুলোতে পাঠানো হয়। কয়েকজনকে পাঠানো হয় ট্যুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও শিল্পাঞ্চল পুলিশে।

বিষয় : ডিএমপি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.