রাজধানীর মোহাম্মদপুরে সাবেক এক সচিবের দুটি বাসা থেকে তিন কোটি টাকাসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।
এ দুই বাসা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালের, যিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সচিব ও জ্যেষ্ঠ সচিব হিসেবে ওই মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
ডিএমপির সংবাদমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের দুই ভবনের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ অর্থ উদ্ধার করা হয়।
বাসা দুটি থেকে উদ্ধার করা অর্থের মধ্যে প্রায় তিন কোটি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা পায় পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চলে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।