× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেরানীগঞ্জে দুই তরুণীকে ধর্ষণ, ধর্ষক পলাতক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ আগস্ট ২০২৪, ১৪:৩৭ পিএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৪, ১৫:৫০ পিএম

কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ রাতভর ধর্ষণ করা অভিযোগে পলাতক শিপন মোল্লা | ছবি—সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে রাস্তা থেকে তুলে নিয়ে দুই তরুণীকে রাতভর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের থানার তেঘরিয়া ইউনিয়ন পশ্চিমদী খোয়ালপাড়া এলাকায় হবি মোল্লার বাসা থেকে ধর্ষণের শিকার হওয়া দুই তরুণীকে উদ্ধার করে ছাত্ররা। সকালে ভুক্তভোগী তরুণীদেরকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেপার করে। পরে তাদের সেখানে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। 

জানা গেছে, গত শুক্রবার ওই এলাকার হবি মোল্লার ছেলে শিপন মোল্লার নেতৃত্বে ৩০-৩৫ জনের সন্ত্রাসী দল দুই তরুণীকে তাদের সাথে থাকা ছেলে বন্ধুসহ পাঁচ জনকে গোয়ালপাড়া এলাকায় একটি সড়কে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করে। পরে তিন বন্ধুকে ছেড়ে দিয়ে দুই তরুণীকে শিপন মোল্লার বাসায় নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। সেই বন্ধুরা ভোর ৬ টার দিকে কদমতলী গিয়ে কিছু ছাত্রদের বিষয়টি খুলে বললে সাথে সাথে ছাত্ররা শিপন মোল্লার বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু শিপন মোল্লা ও তার বন্ধুরা বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায়। এ-সময় ছাত্ররা শিপন মোল্লার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে এলাকার লোকজন ও ছাত্ররা ক্ষিপ্ত হয়ে শিপন মোল্লার বাড়ি ভাঙচুর করেন। থানার কার্যক্রম চালু না থাকায় সংশ্লিষ্ট কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাজুল ইসলাম ন্যাশনাল ট্রিবিউনকে জানান, আমরা কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় রাস্তার উপর আলপনা করছিলাম। রাত তিনটার দিকে একটি মেয়ে হঠাৎ আমাদের এখানে এসে কান্নাকাটি করে এ ঘটনার বিষয় জানান। এরপর আমরা সেনাবাহিনী ও র ্যাব আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ফোন দিয়ে সহযোগিতা চাই। তাদের কাছ থেকে কোন সহযোগিতা না পেয়ে আমরা বন্ধুরা মিলে মেয়েটিকে উদ্ধার করতে রাজেন্দ্রপুর এলাকায় ঘটনাস্থলে যাই। আমরা ওই বাড়িটি ঘেরাও করার পর বাড়ির লোকজনকে এ বিষয়ে বলায় বাড়ি গেট খুলতে চাচ্ছিলেন না। এরপর ওই বাড়ির দোতলা থেকে জানালা দিয়ে একটি মেয়ে ইশারা দেয়। এরপর আমরা সবাই গেট ভেঙে মেয়েটিকে উদ্ধার করি। এরপর বাড়ির ভিতরে ধর্ষকদের কোথাও খুঁজে না পাওয়ায় আমরা মেয়ে দুইজনকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে আমাদেরকে জানান পুলিশ কেস আমরা এ বিষয়ে কিছু করতে পারবো না। আপনারা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। তারপর মেয়েটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় বলে জানান এই শিক্ষার্থী।

ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালের আনসার কমান্ডার পিসি মিজানুর রহমান জানান, কেরানীগঞ্জ এলাকার দুই ভুক্তভোগী তরুণী হাসপাতালের ওসিসিতে ভর্তি হয়েছে। ভয়ে তাদের আত্মীয়-স্বজন কোন তথ্য দিতে চাচ্ছে না। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.