সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের দ্বিতীয় দিন সাউন্ড গ্রেনেড ও গুলি নিক্ষেপ করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
কারফিউ উপেক্ষা করে সোমবার সকাল ১০টার দিকে শতাধিক আন্দোলনকারী শহীদ মিনারে জড়ো হন। খবর পেয়ে কয়েকশ পুলিশ শাহবাগ থেকে শহীদ মিনার গিয়ে তাদের উপর সাউন্ড গ্রেনেড ও গুলি নিক্ষেপ করে।
এতে আন্দোলনকারীরা দিগ্বিদিক ছোটাছুটি করে সেখান থেকে সরে যান। এসময় সেখান থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যেতে দেখা গেছে।
বেলা ১১টায় আন্দোলনকারীদের শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার কথা ছিল। তার আগেই পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।