× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শহীদ মিনারে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৫ আগস্ট ২০২৪, ০৪:৫৮ এএম । আপডেটঃ ০৫ আগস্ট ২০২৪, ০৪:৫৯ এএম

ছবি | সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের দ্বিতীয় দিন সাউন্ড গ্রেনেড ও গুলি নিক্ষেপ করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

কারফিউ উপেক্ষা করে সোমবার সকাল ১০টার দিকে শতাধিক আন্দোলনকারী শহীদ মিনারে জড়ো হন। খবর পেয়ে কয়েকশ পুলিশ শাহবাগ থেকে শহীদ মিনার গিয়ে তাদের উপর সাউন্ড গ্রেনেড ও গুলি নিক্ষেপ করে।

এতে আন্দোলনকারীরা দিগ্বিদিক ছোটাছুটি করে সেখান থেকে সরে যান। এসময় সেখান থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যেতে দেখা গেছে।

বেলা ১১টায় আন্দোলনকারীদের শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার কথা ছিল। তার আগেই পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.