× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে সংঘর্ষের পর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ আগস্ট ২০২৪, ০৭:১৩ এএম । আপডেটঃ ০৩ আগস্ট ২০২৪, ০৭:১৫ এএম

ছবি—সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীরা পুলিশ বক্স ভাঙচুর ও তাদের গাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শেখ মাহবুব মোর্শেদ জানান।

শিক্ষার্থীরা সড়কে অবস্থান করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি। তবে সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেয়। এ সময় সেখানে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা যায়।

কিছুক্ষণ পর শিক্ষার্থীদের একটি মিছিল মাওনা ফ্লাইওভারের দিকে যায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ‘ভুয়া... ভুয়া’ স্লোগান দেয়। পরে শিক্ষার্থীরা পল্লী বিদ্যুৎ মোড়ে ফিরে যান।

কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতাকর্মীরা মাওনা ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় এবং ছোট ছোট মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তার দিকে যায়। সেখানে মাওনা হাইওয়ে পুলিশ, গাজীপুর জেলা পুলিশ, শ্রীপুর থানা পুলিশের তিনটি বক্সে ভাঙচুর চালায় তারা। এক পর্যায়ে তারা পুলিশ বক্সে আগুন দেয়।

হামলার মুখে পুলিশ সদস্যরা মাওনা-শ্রীপুর সড়কের পাশে ‘ভাই ভাই সিটি কমপ্লেক্সের’ সামনে অবস্থান নেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় কমপ্লেক্সের সামনে থাকা পুলিশের দুটি গাড়িসহ কয়েকটি গাড়িতে আগুন দেয় তারা।

পুলিশ পরিদর্শক শেখ মাহবুব মোর্শেদ জানান, বিক্ষোভকারীরা মাওনা ফ্লাইওভারের নিচে একটি পুলিশ বক্স ও শ্রীপুর থানার দুটি বক্সে অগ্নিসংযোগসহ পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ৩টার দিকেও আন্দোলনকারীরা ওই এলাকায় অবস্থান করছেন বলে জানান তিনি।

শ্রীপুর ফায়ার স্টেশনের অফিসার মো. মাহবুবুর রহমান জানান, আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে যেতে পারেনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.