কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন, সংঘর্ষ হামলার ঘটনার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার সবগুলো পথ বন্ধ করে দিয়েছে পুলিশ।
এই ক্যাম্পাসে ঢোকার পথ মঙ্গলবার রাত থেকে বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রবেশ পথগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের একজন করে কর্মচারীকেও অবস্থান করতে দেখা গেছে।
বুধবার সকাল থেকে এ পর্যন্তও ক্যাম্পাসে বাইরের কাউকে ঢুকতে দেয়নি পুলিশ। তবে শিক্ষার্থীদের বের হতে দেয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শাহবাগ প্রবেশপথে ডিএমপির রমনা বিভাগের এডিসি শাহ আলম আখতারুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তাকে অবস্থান করতে দেখা যায় মঙ্গলবার রাতে। তারা কাউকেই ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছিলেন না।
কেউ ঢুকতে গেলে তারা বলছিলেন, "বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ভ্যাকেন্ট এখানে কাউকে ঢুকতে দেয়া হবে না।"
রাত ২টার পর মোটরসাইকেলে করে কয়েকজন শাহবাগ প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়।
সে সময় ওই কয়েকজনের একজন বলছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জরুরি প্রয়োজনে বাইরে গিয়েছিলেন তাদের কেন ঢুকতে দেওয়া হবে না?
এ সময় এডিসি আখতার অনেকটা চিৎকার করে বলেন, "আপনি ফারদার আর কোন কথা বলবেন না।"
এরপর মোটরসাইকেল নিয়ে আসা দলটি ঘুরে চলে যান।
ক্যাম্পাসে নীলক্ষেত ফটকে কামাল হোসেন নামে একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে ২৫-৩০ জন পুলিশ দাঁড়িয়ে ছিলেন। তারা কেবল পরিচয় পত্রধারী ছাত্রদের ওই পথ দিয়ে ঢুকতে দিচ্ছিলেন।
ক্যাম্পাসের ভেতরে রাতে পুলিশ ও বিজিবি সদস্যারাও অবস্থান করেছেন। ক্যাম্পাসের ভেতর বাইরে অনেকগুলো গাড়ি নিয়ে টহল দিতে দেখা যায় র্যব ৩ এর সদস্যদের।
সিন্ডিকেটের সভা
চলমান পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের দ্বিতীয় দফার বৈঠক চলছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেওয়ার দেয়ায় করণীয় নির্ধারণে এ সভা ডাকা হয়।
বুধবার সকাল ১০টায় শুরু হওয়া প্রথম দফার বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় সদস্য ফের বসেছেন।
সভায় যোগ দেয়া সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মদ বলেন, “ প্রথম সভা থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে নি। এখন দ্বিতীয় বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানানো হবে।
জরুরি বৈঠকটি বসেছে উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে এ ।
প্রথম সভা শেষে উপাচার্যসহ অন্যান্য সদস্যরা কার্যালয়ের বাইরে আসলেও ওই সময় তার গণমাধ্যমকর্মীদের সঙ্গেকোনো কথা বলেননি।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh