পেনশন স্কিম বাতিল আন্দোলনের অংশ হিসেবে পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস উদযাপনে অংশ না নেওয়া সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। রোববার (৩০ জুন) পূর্ণবেলা কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তৃতায় এ কথা জানিয়েছেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিন্নাত হুদা।
ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে, আগামীকাল (১লা জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হবে। কিন্তু আমাদের এই আন্দোলনের মধ্যে আমরা কেউ এই উদযাপনে অংশ নেব না। হ্যাঁ, আমরা এক সময় কেক কাটব ঠিকই, কিন্তু সেটি যেদিন আমরা বিজয়ী হয়ে নিজেদের দাবি আদায় করতে পারব সেই দিন। এর আগ পর্যন্ত কোনো আনন্দ, কোনো উদযাপন আমরা করব না, করতে পারিনা।
উল্লেখ্য, ১৩ মার্চ সরকার সার্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয় স্কিম’ ঘোষণা করে। এরপর ২০ মার্চ শিক্ষকরা সংবাদ সম্মেলন করেন। ২৮ মার্চ ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এরপর ২৫ থেকে ২৭ জুন অর্ধবেলা কর্মবিরতি পালন করেন তারা। সেই ধারাবাহিকতায় ১ জুলাই থেকে সর্বাত্মক ক্লাস-পরীক্ষা বর্জন করবেন শিক্ষকরা।