× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবির সিনেটে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের প্রস্তাব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ জুন ২০২৪, ০৯:২৪ এএম । আপডেটঃ ৩০ জুন ২০২৪, ০৯:২৫ এএম

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বার্ষিক সিনেট অধিবেশনে অর্থমন্ত্রনালয় প্রণীত সর্বজনীন পেনশন ব্যবস্থা (প্রত্যয় স্কিম) বাতিলের প্রস্তাব করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন। শনিবার (২৯ জুন) বিকেলে আয়োজিত সিনেট সভায় তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাব উপস্থাপনের সাথে সাথে  উপস্থিত সবাই এই প্রস্তাবকে সমর্থন করেন৷   

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনায় তা প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে দীর্ঘদিন থেকে কর্মবিরতিসহ নানা ধরণের আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনসহ জাবি শিক্ষক সমিতি। 

অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ‘আমরা বৈষম্যমূলক এই সর্বজনীন পেনশন স্কিম চাই না, এই সর্বজনীন পেনশন স্কিম বাতিল করে আমাদের আগে যে সুযোগ সুবিধা দেওয়া হতো সেগুলো পুনরায় বহাল করা হোক।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.