ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ সেশনের ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামী পহেলা জুলাই। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করে রাবি শিক্ষকদের ১লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন ও ভর্তি প্রক্রিয়া পুর্নাঙ্গভাবে সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ক্লাস।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে জানানো হয় আসন ফাঁকা থাকায় আগামী ১১ জুলাই পর্যন্ত নতুন সেশনের ভর্তি কার্যক্রমের সময় বৃদ্ধি হচ্ছে এবং ক্লাস শুরুর পরবর্তী সময় নির্ধারন করা হয়েছে আগামী ১৫ জুলাই।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও একাধিক শিক্ষক সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আগামী ২৬ ও ২৭ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন, ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি ও সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন এবং ১লা জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালনের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তাদের এ কর্মসূচির আহ্বানে একাত্মতা ঘোষণা করে স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮ শতাধিক শিক্ষক। এছাড়াও জানা যায় এবার শিক্ষকেরা আন্দোলনে অনড় থাকবে। এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নির্ধারিত ক্লাস শুরুর নির্ধারণ করা হয়েছিল আগামী ১ জুলাই। শিক্ষকদের এই আন্দোলন কর্মসূচির পাশাপাশি প্রায় প্রতিটি ইউনিটে অনেকগুলো করে আসন ফাঁকা থাকায় ক্লাস শুরু হচ্ছে ১৫ দিন পিছিয়ে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকার বলেন, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন ব্যাবস্থায় সরকারের আইন, বিভিন্ন ক্যাডার সার্ভিস ও সশস্ত্রসহ অন্যান্য বিভাগে পেনশন চালু থাকলেও থাকছে না বিশ্ববিদ্যালয়ে। এমন হলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পেশায় মেধাবী শিক্ষার্থী আসবেই না। এ প্রজ্ঞাপন জারি করার পর থেকেই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। আমাদের ধারণা ছিল এতদিনে আমাদের দাবি নিয়ে উচ্চ মহলে আলোচনা হবে। কিন্তু আমরা তার কোন প্রতিফলন পাইনি। তাই আমরা এ কর্মসূচির আহ্বান জানিয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যে ছাত্ররা পড়াশোনা করবে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমাদের এ কর্মসূচি। সরকার এইটা ভালোভাবে নিলেই আমাদের সমাধান হয়ে যায়। তারপরও শিক্ষার্থীদের যদি কোনো ক্ষতি হয় শিক্ষকরা তা পুষিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করবে। নতুন ছাত্রদের এতে দুশ্চিন্তার কারণ নেই যেখানে ১তারিখে ক্লাস শুরু হওয়ার কথা ছিল হয়ত কিছুটা পেছাবে।
জানতে চাইলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও এ ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক এস এম এক্রাম উল্লাহ বলেন, ভর্তি প্রক্রিয়ার সময় ১১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ক্লাস শুরু হবে আগামী ১৫ জুলাই।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বাস্তব অবস্থা আমাদের সবারই বিবেচনায় রাখা দরকার। শিক্ষার্থীদের কোন হয়রানির স্বীকার যেন না হতে হয় এটা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা চাই শিক্ষার্থীরা যেন সুষ্ঠু পরিবেশে উচ্চ শিক্ষা জীবন শুরু করতে পারে। তবে কাকতালীয়ভাবে শিক্ষক সমিতির কর্মসূচির সাথে পহেলা জুলাই তারিখ মিলে গেছে। আমাদের অনেকগুলো সিট ফাঁকা রয়েছে তার জন্যই মূলত ভর্তি ও ক্লাস পেছানো হয়েছে।
বিষয় : রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh