× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে নোবিপ্রবির ৯ শিক্ষার্থী বহিষ্কার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ জুন ২০২৪, ০৬:৫০ এএম । আপডেটঃ ০৭ জুন ২০২৪, ০৬:৫২ এএম

ছবি: সংগৃহীত

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৬ জুন) বিশ্ববিদ্যারয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন ও ডেপুটি রেজিস্ট্রার নার্গিস আক্তার হেলালী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ২১ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্তক্রমে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিভিন্ন বিভাগের ৯ জনকে ১ বছরের জন্য বহিষ্কারসহ সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। কোর্সের পরীক্ষা চলাকালীন অবৈধ কাগজপত্র সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার অপরাধে ইইই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আনাস আবদুল্লাহ আল সামি ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাহবুব আল হোসাইন, আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সালমান ইস্পাহানি সায়মন ও ২০২০-২১ শিক্ষাবর্ষের জিয়াউর রহমান মোজাহেদ, বিএমবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. রিদওয়ান ইসলাম, সিএসটিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাশেদুল আলম নয়ন, অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাজিয়া আফরিন, ফিলমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইয়াসিন আরাফাত, এসিসিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আদনান হোসেন রুহুলকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিসুজ্জাম রিমন বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ওই ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.