রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে বাংলা ফজলুল হক হলে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে প্রীতি বিতর্ক, ছাত্র ও কর্মচারী সম্মাননা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় 'ক্যাম্পাসে পরিবেশ রক্ষা ও সৌন্দর্য্যবৃদ্ধিতে শিক্ষার্থী নয়,বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাই মূখ্য।' এসময় সরকারি দল হিসেবে শেরে বাংলা হল ডিবেটিং ক্লাব এবং বিরোধীদল হিসেবে পলিটিক্যাল সায়েন্স ডিবেটিং সোসাইটি বিতর্ক করে।
এসময় বিতর্ক প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরে বাংলা ফজলুল হক হল প্রাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রক্টর রতন কুমার, শেরে বাংলা ফজকুল হক হলের আবাসিক শিক্ষক শাহ মো. শাহান শাহরিয়ার, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড.আমিরুল ইসলাম।
এ দিন পরিবেশ রক্ষায় অবদান রাখায় আমিরুল ইসলাম, সাপ উদ্ধারে অবদান রাখায় সামিত বিন রহমান, অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের জন্য ডাইনিং কর্মচারী আব্দুল হক, স্বপন আলী, ম্যানেজার শ্রী অশোক কুমার, মালী পিন্টু কুমার ঘোষ, নিম্নমান সহকারী জোনাব আলী ও হল সুপারভাইজার মাহবুব করিম কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন শেরে বাংলা ফজলুল হক হল ডিবেটিং ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম।