ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের মিডটার্ম পরীক্ষার প্রশ্নে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে প্রশ্ন এসেছে। এ নিয়ে ফেসবুকজুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া দিয়েছেন শিক্ষার্থীরা। সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ‘থিওরিস অব সোশ্যাল চেঞ্জ: ফ্রম মর্ডানিটি টু পোস্টমর্ডানিটি’ শিরোনামের কোর্সটি পড়ান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ। সেখানে সামাজিক পরিবর্তন ব্যাখ্যা করার জন্য উদাহরণ টানা হয় বেনজির এবং আনার প্রসঙ্গ।
প্রশ্নপত্র ঘেঁটে দেখা যায়, প্রথম প্রশ্নটি করা হয়েছে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরকে সূত্র হিসেবে ব্যবহার করে ‘হানিট্র্যাপে বাংলাদেশি এমপি: ৫ কোটি টাকার চুক্তিতে হত্যা’ শিরোনামে খবরের কিছু অংশ তুলে দিয়ে তা শিক্ষার্থীদের পঠিত মার্কস, ফ্রয়েড, মারকুস এবং হার্ভের তত্ত্বের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে।
দুই নম্বর প্রশ্নে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনের বরাতে ‘বেনজীরের দুর্নীতি: সরকারের দৃষ্টিভঙ্গি ও দুর্নীতি দমন কমিশন সক্রিয় হবে কী?’ শিরোনামে বাংলাদেশের পুঁজিবাদী প্রক্রিয়া নিয়ে মার্কস ও হার্ভের থিওরি অনুযায়ী বিশ্লেষণ করতে বলা হয়েছে। এদিকে গতকাল সোমবার থেকেই প্রশ্নপত্রের ছবি ফেসবুকে ভাইরাল। এসব পোস্টের কমেন্টেও বেশ ইতিবাচক সাড়া শিক্ষার্থীদের। থিওরি অফ সোশ্যাল চেঞ্জ ফ্রম মডানিটি টু পোস্ট মর্ডানিটি কোর্সে সাধারণত উনবিংশ শতাব্দীর শুরু থেকে বর্তমান পর্যন্ত সামাজিক পরিবর্তনের বিষয়গুলো পড়ানো হয়— কীভাবে সমাজের বিভিন্ন অংশ অন্য অংশের সাথে মিথস্ক্রিয়া করছে তা শেখানো হয়। বর্তমানে বহুল আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে সমাজের একটি অংশ ধরে তাদের উপর প্রযুক্ত সমাজবিজ্ঞানের তথ্যগুলো নানাভাবে ব্যাখ্যা করতে বলা হয়।
মুজাহিদ খানের নামের এক ফেসবুক ব্যবহারকারী প্রশ্ন প্রসঙ্গে মন্তব্য করেছেন, ‘এটাই আমাদের মাহবুব স্যারের প্রশ্নের সৌন্দর্য। তিনি খুবই বাস্তববাদী এবং সময়োপযোগী বিষয়ে ছাত্রদের পাঠদান করান এবং সেই সব উদাহরণ দিয়েই প্রশ্ন করেন। আমি খুবই ভাগ্যবান যে তার মতো একজন শিক্ষকের ছাত্র হতে পেরেছি।’
মুহাম্মদ ওসমান লিখেছেন, ‘এই কোর্সটি আমাদের এ আই মাহবুব উদ্দিন স্যার পড়িয়েছেন। সক্রেটিস, প্লেটো, ফ্রয়েড, ফুকো, ভেব্বার, মার্কস, লিওটার্ডো সবাইকে এক ছাতায় নিয়ে আসতেন। কোরআন, মহাভারত, রামায়ণ, ত্রিপিটিক, বাইবেল, তোরাহ, জেন্দাবেস্তা ঋগবেদ থেকে কোট দিতেন গড় গড় করে। চর্যাপদ, পদাবলী, টপ্পা, হাফিজ, নজরুল, রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ/আজাদ, তসলিমা থেকে উদ্ধৃতি দিয়ে আমাদের এক্বেবারে বুদ করে রাখতেন।’
অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘আমি বর্তমানে যে কোর্স পড়িয়েছি তার সঙ্গে সম্পর্ক রেখে প্রশ্নপত্র প্রণয়ন করেছি। আমি সমাজিক পরিবর্তন পড়াই সমাজ কীভাবে পরিবর্তিত হচ্ছে তা শেখাই নানা তত্ত্বের মাধ্যমে। সেই প্রয়োজনে এবং বাস্তবতার নিরিখেই আমি বর্তমান এই প্রসঙ্গ এনেছি। যা মানুষ প্রতিনিয়ত আশপাশে দেখছে তা দেখে তত্ত্ব বুঝাটা নিশ্চয়ই গৎবাঁধা বই পড়ে বুঝার চেয়ে উত্তম। তাই নয় কি? বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ এসব প্রশ্নে শিক্ষার্থীরা প্রশ্নগুলোর ধরণ ও গভীরতা বুঝে পঠিত কোর্স এবং বাস্তবতার নিরিখে উত্তর করবে। এভাবেই তারা শিখবে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh