রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ সোমবার (৩ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন সাবেক মেয়র ও জাতীয়তাবাদী দল বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
আরও উপস্থিত ছিলেন, রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল রহমান শফিক, শাকিলুর রহমান সোহাগ, আহসান হাবিব, মারুফ হোসেন, এম তাহের রহমান এবং সদস্য তাকবির আহমেদ ইমন।
এসময় ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন পরিবেশ ও কৃষি বান্ধব নেতা ছিলেন। যার অনুপ্রেরণায় দেশপ্রেম ও আদর্শকে লালন করেই আমরা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আঙ্গিনায় ফল ও ঔষধী গাছ লাগিয়েছি। এই বর্ষা মৌসুমে আমাদের প্রায় ৫০০ এর অধিক বৃক্ষরোপণ করার লক্ষ্য রয়েছে।