আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী 'আনপ্লাস্টিক বাংলাদেশ' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২ জুন) দুপুর দেড়টায় শহীদ বুদ্ধিজীবি চত্বরে এই আলোকচিত্রীর আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাব (আরইউপিসি)।
আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ। উদ্বোধন শেষে তিনি বলেন, সমসাময়িক সমস্যার বিরুদ্ধে এধরণের আয়োজনের সাধুবাদ জানাই। এ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে আরও সচেতনতা বৃদ্ধি পাবে। এছাড়াও ভবিষ্যতে এমন আরো আয়োজন করার জন্য সংগঠনের প্রতি আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি রেজওয়ান আহমেদ রনী বলেন, আমরা দৈনন্দিন কাজে যে প্লাস্টিকের উপর এত নির্ভর হয়ে পড়েছি যে সেই প্লাস্টিক এখন শিশুর সবচেয়ে নিরাপদ খাদ্য মাতৃদুগ্ধকেও দূষিত করেছে। পরিবেশের ভয়াবহ অবস্থা আমরা দেখতেই পাচ্ছি। পরিবেশের এই ভয়াবহ দূর্গতি থেকে আমাদের পৃথিবীকে সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের প্রত্যেকের দায়িত্ববান হতে হবে। পরিবেশের প্রতি সেই দায়বদ্ধতার জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাব এ প্রদর্শনীর আয়োজন করেছে।
তিনি আরো বলেন, ২০২০ সালে ইতালির একদল বিজ্ঞানী 'মাতৃদুগ্ধে মাইক্রোপ্লাস্টিক' শিরোনামে ভয়ংকর একটি গবেষণা তথ্য উপস্থাপন করেছিলেন। প্রথমবারের মতো মায়ের দুধে পাওয়া যায় পলিথিন, পিভিসি ও পলিপ্রোপিলিন। যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক।
অনুষ্ঠানের আহ্বায়ক নিলয় সাহা বলেন, বিভিন্ন কারণে পরিবেশ দূষণ হচ্ছে তার মধ্যে অন্যতম প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। আমরা লক্ষ্য করলে দেখতে পারি বুড়িগঙ্গা নদীর তলদেশে প্রায় ৩ সেন্টিমিটার প্লাস্টিকের স্তুপে পরিণত হয়েছে। এছাড়াও সাগরেও মিলছে প্লাস্টিকের দেখা । আজকের এ প্রদর্শনীর লক্ষ্য হচ্ছে জনগণকে প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতন করা এবং এর ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনা। আমরা যদি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিতে পারি তাহলে দীর্ঘ সময় পরে একটি বড় ইতিবাচক পরিবর্তন দেখতে পারব।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাব শুধু চিত্র প্রদর্শনীর মাধ্যমে শৈল্পিক মনকে আকর্ষণ করেই না বরং নতুনভাবে নিজেদের সক্ষমতা ও মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলতে অনেক কার্যক্রম হাতে নিয়েছে। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব শ্রীঘ্রই আন্তর্জাতিক এক্সিবিশন আয়োজন করতে চলেছে।
এই প্রদর্শনীতে সহযোগী আয়োজক হিসেবে রয়েছে গ্রীন লিড, সোনালী বায়োপ্লাস্টিক এবং নেদারল্যান্ডস দূতাবাস।
বিষয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh