× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চার আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেবে রাবি

রাবি প্রতিনিধি:

৩১ মে ২০২৪, ০১:৫৫ এএম । আপডেটঃ ৩১ মে ২০২৪, ০১:৫৬ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছর থেকেই দেশের আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে রাজশাহী,  ঢাকা, চট্টগ্রাম ও খুলনা এই চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৩০মে) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, 'দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের একটা দাবি ছিল ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা।  সবার দাবির পরিপ্রেক্ষিতে আজ অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলে আমরা বিষয়টি আলোচনা করি। এখন আপাতত রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজনবোধে আরো কয়েকটি কেন্দ্র বাড়ানো হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আটটি বিভাগীয় শহরেই ভর্তি পরীক্ষা নেয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও আঞ্চলিক কেন্দ্রে ভর্তি নেয়া শুরু করে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.