× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি তানভীর, সম্পাদক রাফজিন ও আলবা

রাবি প্রতিনিধি:

২৯ মে ২০২৪, ০৩:২৭ এএম । আপডেটঃ ২৯ মে ২০২৪, ০৩:২৭ এএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ডিবেটিং ক্লাবের ২০২৪-২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. তানভীর আহমেদ ইমন এবং যৌথভাবে মেহজাবীন জাহাঙ্গীর রাফজিন ও ইর্তেজা নুর আলবা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ মে) ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ক্লাব মডারেটর মোহাম্মদ হারুন অর রশীদের সম্মতিক্রমে সম্মানিত ক্লাব উপদেষ্টা ঐশী জ্যোতি ও মোঃ আবু ইসমাইল সিদ্দিকী ৩৯ সদস্যবিশিষ্ট নতুন এই কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি (প্রশাসন) জ্যোতির্ময় গোস্বামী প্রহর, সহসভাপতি (বাংলা বিতর্ক) নাবিল ফাহমিদ, সহসভাপতি (ইংরেজি বিতর্ক) শরিফুল হক আকাশ, সহসভাপতি (আইডিয়া অ্যান্ড কেইস কম্পিটিশন) মো. মুশফিকুর রহমান, যুগ্ম সম্পাদক (প্রশাসন) জয়সেন চৌধুরী, যুগ্ম সম্পাদক (বিতর্ক) ফাহিম মোন্তাছির রহমান, কোষাধ্যক্ষ সাদিয়া সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক মো. তানভির হাসান, দপ্তর সম্পাদক শুভ্র দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহান জাকিব প্রান্ত, গবেষণা ও কর্মশালা সম্পাদক মো. তানজিমুল ইসলাম, গ্রন্থাগার ও পাঠ্যক্রম সম্পাদক মো এহসানুর রহমান, সোশ্যাল সম্পাদক শারমীন সুলতানা সাথী, সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া সামান্তা, আপ্যায়ন সম্পাদক ফাইজুল কবির নিলয়, গ্রাফিক্স ও ডিজাইন সম্পাদক নাফিস ইবনে আলম, আলোকচিত্র সম্পাদক মো. মোফাজ্জেল হোসেন, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাফিন তানজিম হোসেন।

এছাড়া কমিটিতে মোঃ জুন্নুরাইন ইসলাম জনি  জেষ্ঠ্য কার্যনির্বাহী সদস্য এবং দীপন রায়, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সোহান ফেরদৌস সাকিব, মো: মোজাহিদুল ইসলাম, উম্মে সুরাইকা সোহা, মো: মাহাতি ইমাম ফারদিন, মাজহারুল ইসলাম মুস্তাক, রাদ শারার সাদিফ, তানজিলা তারান্নুম অদিতা, মোকাররম আহমেদ বাধন, আহনাফ মুহতাসিম, মো: মখদুম মাশরাফী, তানজিম মাহমুদ সামি, এ এস এম আরিফ হাসান, মো শাহরিয়ার কবির সাজ, আল মুহীতু শারফুদদীন এবং শান্তনু ঘোষ দূর্জয় কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন।

২০২৪-২০২৫ সালে রুয়েট ডিবেটিং ক্লাব মোট ৩৯ সদস্যবিশিষ্ট, যা রুয়েট ডিসিতে এ যাবৎকালের সর্ববৃহৎ কার্যনির্বাহী কমিটি। নতুন ঘোষিত এ কমিটিতে রুয়েট ডিসির নতুন মডারেটর হিসেবে মনোনীত হয়েছেন রুয়েটের ইসিই বিভাগের প্রভাষক ঐশী জ্যোতি, উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ইটিই বিভাগের প্রভাষক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন।

এর আগে, বিতর্কের বাণী রুয়েট ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মূলমন্ত্র নিয়ে সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে ক্লাব উপদেষ্টা ঐশী জ্যোতি, মো: আবু ইসমাইল সিদ্দিকী এবং ক্লাবের সাবেক সভাপতি মাহের আসেফ কে নিয়ে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে গত ১৫ মে রুয়েট ডিবেটিং ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের ফলাফল এবং রুয়েট ডিবেটিং ক্লাবের বিগত কার্যনির্বাহী পরিষদে সদস্যদের কার্যক্রম বিবেচনা সাপেক্ষে 

গত ২৫ মে রুয়েট ডিসির বার্ষিক সাধারণ সভায় নতুন এই কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেওয়া হয়।

বিষয় : রুয়েট

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.