× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মারা গেছেন লেখক ও সাবেক রাবি অধ্যাপক কানাইলাল রায়

রাবি প্রতিনিধি:

২৬ মে ২০২৪, ০৮:৪৪ এএম । আপডেটঃ ২৬ মে ২০২৪, ০৮:৪৯ এএম

দেশবরেণ্য গবেষক ও লেখক অধ্যাপক কানাইলাল রায়। ছবি: সংগৃহীত

দেশবরেণ্য গবেষক ও লেখক অধ্যাপক কানাইলাল রায় মারা গেছেন। রবিবার (২৬ মে) ভোররাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলায় নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কানাইলাল রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অধ্যাপক কানাইলাল রায় ১৯৪৪ সালে বর্তমান সাতক্ষীরা জেলার দেয়াড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাষা বিভাগে সংস্কৃত বিষয়ে প্রভাষক হিসেবে যোগ দেন ও ১৯৯৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৯৬ সালে তিনি পুরাণ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি দুই মেয়াদে ভাষা বিভাগের সভাপতিসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি অবসর গ্রহণ করেন। রাবিতে যোগদানের আগে তিনি কয়েক বছর পিরোজপুর সরকারি কলেজে অধ্যাপনা করেন।

বিশিষ্ট লেখক ড. কানাইলাল রায় রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘরে রক্ষিত সংস্কৃত ভাষায় প্রাচীন পাণ্ডুলিপির দুই খণ্ড বর্ণনামূলক ক্যাটালগের সহ-প্রণেতাসহ প্রায় ত্রিশটি গ্রন্থের প্রণেতা। এসব গ্রন্থের অনেক কয়টি পাঠ্যপুস্তক। সম্প্রতি তিনি গবেষণায় ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব ২০২৪’ পদকে ভূষিত হন।

এদিকে এই অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক কানাইলাল রায়ের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.