রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী অষ্টম চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনি ও রোববার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ প্রঙ্গনে এ মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি)। এতে দেশের মোট ৩৮টি কোম্পানি অংশগ্রহণ করে।
দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মেলায় সিভি সাবমিশন ও স্পট রিক্রুটমেন্টের পাশাপাশি অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জন্য ছিল ক্যারিয়ার গঠনবিষয়ক পাঁচটি ওয়ার্কশপ।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলার নিবেদক হিসেবে ছিল নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিস। সহযোগী পার্টনার হিসেবে ছিল বেভারেজ পার্টনার প্রাণ, ইয়ুথ পার্টনার টিচ ফর বাংলাদেশ, স্ন্যাকস পার্টনার মেগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিস, ওয়ারড্রব স্পন্সরশীপ টুয়েলভ ক্লথিং, মিডিয়া পার্টনার সময়, হা-মিম গ্রুপ, আজকের পত্রিকা, ক্যাম্পাস মিডিয়া পার্টনার আর ইউ ইনসাইডার্স, স্ট্র্যাটেজিক পার্টনার এটুআই, ক্যাবিনেট ডিভিশন, আইসিটি ডিভিশন, ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এসোসিয়েট পার্টনার এক্সিলেন্স বাংলাদেশ, স্টল পার্টনার পিবিএস এবং আই ফারমার।
মেলার সমাপনী অনুষ্ঠানে সহ-উপাচার্যসহ রাবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্যগণ, ক্লাবটির প্রতিষ্ঠাতা এবং অংশগ্রহণকারী কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব একটি স্টুডেন্ট অর্গানাইজেশন যা বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় অর্গানাইজেশনগুলোর মধ্যে একটি। ২০১৩ সালে যাত্রা শুরু করা ক্লাবটি ইতোমধ্যে ৭টি ক্যারিয়ার ফেস্ট ও ৭টি জব ফেয়ারের আয়োজন করেছে। অষ্টমবারের মত জব ফেয়ার আয়োজন হলো ক্লাবটির ১০ বছরের যাত্রার অন্যতম অর্জন।