রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে স্কুলের সহকারী অধ্যাপক আশুতোষ ব্যানার্জী এবং সাধারণ সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক রেজাউল করিমকে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১৫ মে) 'কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৪' এর নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার মুহা. কাওসার হুসাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল ঘোষণা করা হয়।
স্কুল শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলো- সহ-সভাপতি সহকারী অধ্যাপক এ. বি. এম. আশরাফ আলী, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মজিবর রহমান। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক জ্যোস্না খাতুন ও সহকারী অধ্যাপক শেফালী সরেন।
গত সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের স্কুল ভবনে বেলা সাড়ে ১১ টা থেকে ১টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫২ জন। স্কুলের গঠনতন্ত্র অনুযায়ী স্কুলের অধ্যক্ষ এবং দুজন নির্বাচন কমিশনার ভোট প্রদানে বিরত থাকবে। এসময় ৪৪ জন ভোটার সশরীরে, ৪ জন অনলাইনে ভোট দিয়েছেন।
এর আগে, ৩০ এপ্রিল অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্তক্রমে গঠনতন্ত্রের ৭/গ ধারার আলোকে সমিতির 'কার্যকরী পরিষদ' গঠনের লক্ষ্যে স্কুলের সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম (নির্বাচন কমিশনার) এবং সহকারী অধ্যাপক ড. মুহা. কাওসার হুসাইন (সহকারী নির্বচন কমিশনার) হিসেবে মনোনীত করা হয়।
পরে ৫ এপ্রিল সমিতির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি পত্রে নির্বচন পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়। তারই পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল সাধারণ সভায় সদস্যবৃন্দের সাথে মিলিত হয়ে গঠনতন্ত্রের আলোকে কার্যকরী পরিষদ নির্বাচনের উপবিধি গঠন করা হয়।
উপবিধিতে বলা হয়, কোন সদস্য ঘোষণা দিয়ে প্রার্থী হবেন না। সকল সদস্যই প্রার্থী সকলেই ভোটার। এই নীতির ভিত্তিতে ভোটারগণ যোগ্যতম পছন্দের ব্যক্তিকে নির্ধারিত পদে ভোট প্রদান করতে পারবেন।