× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিরলরোগে আক্রান্ত হয়ে ইবির মেধাবী ছাত্রীর মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ মে ২০২৪, ০৫:৪১ এএম । আপডেটঃ ১৪ মে ২০২৪, ১০:১০ এএম

ছবি: সংগৃহীত

বিরল ভাসকুলাইটিস রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. সজীব আলী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ওই শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার ফুল। তিনি তাঁর ব্যাচের মেধা তালিকায় প্রথম স্থান দখলকারীনী। তাঁর গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিন ভাইবোনের মধ্যে মেঝ সন্তান তিনি।

এ বিষয়ে ওই ছাত্রীর এক বান্ধবী বলেন, ফুলের এই রোগটি ২০২০ সাল থেকে দেখা দিছিলো। পরে এক বছর চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছিলো। কিন্তু গত ছয় মাস আগ থেকে ফুল আবার অসুস্থ হয়ে পড়ে। এই রোজার সময় মধ্যে ফুল অতিরিক্ত অসুস্থ হয়ে যায়। ফুলের প্রতিটা অর্গানে সমস্যা দেখা দিয়েছিলো। যেমন, কিডনি জটিলতা, হার্টে সমস্যা, কফে সাথে রক্ত আসা ইত্যাদি। তিন বছর ধরে ফুল এই রোগটির সাথে লড়াই করতে করতে আজ বিদায় নিলো।

এ বিষয়ে বিভাগের সভাপতি ড. সজীব বলেন, বেশ কিছুদিন আগে মেয়েটি অসুস্থ থাকায় আমার নিকট থেকে ছুটি নিয়েছিলো। তবে আজ তাঁর মৃত্যু সংবাদ শুনতে হবে এটা প্রস্তুত ছিলাম না। আমরা বিভাগের সকলেই তাঁর জন্য শোকাহত। সে ওই ব্যাচের ফাস্ট গার্ল ছিলো।

পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে কারো সাথে যোগাযোগ  করা সম্ভব হয় নাই। আমরা তাঁর শেষকৃত্যে অংশ নিতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিকেলে একটি বাসে করে শিক্ষক-শিক্ষার্থীরা রওনা দিবো। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

উইকিপিডিয়ার তথ্য মতে, ভ্যাসকুলাইটিস মানবদেহের একজ প্রজাতির অসুখ যার মুখ্য অনুষঙ্গ হলো রক্তনালীসমূহের প্রদাহ। শরীরের রক্তবাহী নালি ধমনী, শিরা, উপশিরা, ক্যাপিলারি ইত্যাদিকে একযোগে ভ্যাসকুল্যার সিস্টেম হিসাবে চিকিৎসা শাস্ত্রে উল্লেখ করা হয়। উৎস এবং উপসর্গ ভেদে ভ্যাসকুলাইটিস নানা রকম হতে পারে। তবে এটা কোনো সংক্রামক রোগ নয়

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.