× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনে যাওয়ার সুযোগ পাচ্ছেন রাবির ৫০ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি:

০৬ মে ২০২৪, ১১:১৩ এএম । আপডেটঃ ০৬ মে ২০২৪, ১১:১৬ এএম

ছবি: প্রতীকী

চীনের হোয়াংহো বিশ্ববিদ্যালয়ের (Honghe University) গ্রীষ্ম/শরৎ ক্যাম্প এ বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। ১৪ দিনব্যাপী এ ক্যাম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। আগ্রহী শিক্ষার্থীদের মে মাসের ৭ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

এ ক্যাম্পে শিক্ষার্থীরা চাইনিজ ভাষা, ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও চায়নার খাবার, দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। চায়নায় থাকা, খাওয়া ও ভ্রমণের যাবতীয় খরচ হোয়াংহো বিশ্ববিদ্যালয়ে বহন করবে। তবে, বাংলাদেশ-চায়না-বাংলাদেশ বিমান খরচ ও ভিসা ফি (সবমিলিয়ে আনুমানিক ৫০,০০০ টাকা) শিক্ষার্থীকে বহন করতে হবে।

শর্ত সমূহ-

১. যেসব শিক্ষার্থী নির্বাচিত হবেন, তাদের ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার আগেই পাসপোর্ট তৈরি করে নিতে হবে।

২. শিক্ষার্থীদের বিমান ভাড়া এবং ভিসা ফি'র খরচ বহন করতে হবে।

৩. শিক্ষার্থীদের চায়না ভাষা পারদর্শিতার পরীক্ষা HSK-1 টেস্ট পাস করতে হবে। তবে, শিক্ষার্থীরা চাইলে রেজিস্ট্রেশনের পর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ এন্ড আদার লেনগুয়েজ ইনস্টিটিউট থেকে এ কোর্স করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

৪. আবেদনপত্রে বিভাগের সভাপতির সুপারিশ থাকতে হবে।

নিম্নলিখিত লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করা যাবে। 

https://drive.google.com/file/d/1iLiM1pPWbouFmMrjD7ABlBivJYZDTqHR/view?usp=sharing 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.