পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ মার্চ ২০২৪ই) রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফজলুল হালিম চৌধুরী গ্যালারি রুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা সমিতির সভাপতি জনাব কিশোর কুমার দত্ত এবং অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুয়াইব ইসলাম শান্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব অসীম কুমার তালুকদার মহা-ব্যবস্থাপক, রেল বিভাগ রাজশাহী; জনাব আজিবর রহমান ও বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার সভাপতি সম্পাদক রাজশাহীর আলো পত্রিকা; প্রফেসর মো: শওকত আলী খান অধ্যক্ষ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী; প্রফেসর ড.এ.টি.এম.কামরুল হাসান, সম্মানিত উপদেষ্টা ফরিদপুর জেলা সমিতি; প্রফেসর ড. লাভলী নাহার, সাবেক সভাপতি ফরিদপুর জেলা সমিতি ; ড. কনক কুমার পাঠক, উপদেষ্টা ফরিদপুর জেলা সমিতি; জনাব আবুল কালাম আজাদ,সদস্য সচিব,ফরিদপুর জেলা সমিতি ; অধ্যাপক তুলিকা পোদ্দার ; জনাব ওহিদুজ্জামান, সেল্স ম্যানাজার ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড; জনাব মো: আলী আজম, রাজশাহী শিক্ষা বোর্ড, মো. রাসেল মিয়া, আলহাজ সোবহান ব্যাপারী সহ অন্যান্য অতিথিবৃন্দ ।