× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাবিপ্রবিতে ৬৩ অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ মার্চ ২০২৪, ০৫:৫৭ এএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৪, ০৫:৫৮ এএম

ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) অসচ্ছল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তর হতে আজ এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের প্রতি বিভাগ থেকে তিন জন করে মোট ৬৩ জন অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ৩ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু শিক্ষার্থীদের জন্য করা যায়, আমরা সেটা করার চেষ্টা করছি। গত বছরও মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, সুন্দর ও মসৃণ করার জন্য বিভিন্ন তাৎপর্যপূর্ণ পদক্ষেপ প্রশাসনের পক্ষে নেওয়া হয়েছে। সামনের দিনগুলোতেও শিক্ষার্থীদের ভালোকিছুর জন্য আমাদের প্রচেষ্টা চলমান থাকবে।

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. নাজমুল হোসেন বলেন, বর্তমান উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেই ধারাবাহিকতার অংশ হিসাবেই এই অনুদান দেওয়া হয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.