জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার পর থেকে চলা ধারাবাহিক আন্দোলনে এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লাল কার্ড দেখিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামক ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ লাল কার্ড প্রদর্শনী হয়।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অবন্তিকার অভিযোগ পত্র অবহেলা করেছে সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। মোস্তফা কামালকে তদন্তের আওতায় আনতে হবে। ওনি যদি অভিযোগটা ঠিকভাবে আমলে নিতো হয়তো আজ প্রেক্ষাপট ভিন্ন হতো।
লাল কার্ড প্রদর্শনীতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাওসিফ বলেন, এ প্রক্টর অফিসে কি না হয়েছে। আগের প্রক্টর মোস্তফা কামাল কি করেন নাই। রিক্সা চালককেও অত্যাচার করা হয়েছে। যেখানে তাদের অভিভাবকের মত হওয়ার কথা কিন্তু তারা উল্টো। এ কাঠামো আমরা ভেঙ্গে দিতে চাই। আমরা প্রশাসন থেকে একটা শক্ত অঙ্গীকার চাই। সর্বোপরি অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় সুষ্ঠু বিচার চাই।