শাবিপ্রবি ও নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে হাজার বছরের বাঙালি মুসলিম সংস্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিবাদস্বরূপ গণ ইফতারের আয়োজন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরের সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এক হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার করার ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ গণ-ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন এবং সবশেষে সম্মিলিত মোনাজাতের পর শিক্ষার্থীরা খেলার মাঠে সারিবদ্ধ বসে, কেউ কেউ গোল হয়ে বসে আমেজের সাথে ইফতার করেছেন।
বেরোবির শিক্ষার্থীরা তারিকুল ইসলাম বলেন, শাবিপ্রবি এবং নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ মুসলমানদের জন্য হতাশাজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে মুসলমানদের ঐতিহ্যের ইফতার পার্টিকে আনন্দের সাথে পালনের আহ্বান জানান তারা।
আরেকজন শিক্ষার্থী শফিকুর রহমান বলেন, একটি মহল চায়, বাংলাদেশ থেকে ইসলামিক কালচার উঠে যাক। আমরা এটা কখনো হতে দিতে পারি না। এ রকম সব ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান আছে।
উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, ক্যাম্পাসের ইফতার পার্টি সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য বন্ধন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে তা বন্ধের পায়তারা করেছিল। যুগ যুগ ধরে চলা এ সংস্কৃতি নিয়ে কুট কৌশল সকল শিক্ষার্থীর হৃদয়ে আঘাত করেছে। এ ধরনের সিদ্ধান্ত ইফতারের মাধ্যমে গড়ে ওঠা শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ককে বিনষ্ট করবে। তাই এ ধরনের সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ বিরত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
উল্লেখ্য, গত সোমবার শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার নির্দেশনা দিয়ে নোটিশ জারি করে। এতে দেশব্যাপী শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের এমন হস্তক্ষেপের নিন্দা জানান।