সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রোজার মাসে ইফতার পার্টি না করার অনুরোধ জানিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, শাবিপ্রবি এবং নোবিপ্রবিতে এই নোটিশের মাধ্যমে বাঙালি মুসলিমদের হাজার বছরের সংস্কৃতির ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে৷ একটা গোষ্ঠী মুসলমানদের ইসলাম থেকে বিচ্ছিন্ন করার ব্যর্থ অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে আরাফাত উদ্দিন ভূঁইয়া নামে এক শিক্ষার্থী বলেন, এই ধরনের বিজ্ঞপ্তি জাতির সাথে তামাশা। এমন ঘৃণ্য বিজ্ঞপ্তি অতি দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানাই। একইসঙ্গে তিনি খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করার দাবি জানান।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, একটি গোষ্ঠী সবসময় চায় যে, বাংলাদেশ থেকে ইসলামিক কালচার উঠে যাক। আমরা এটা কখনো হতে দিতে পারি না। এ রকম সকল প্রকার ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান আছে এবং ভবিষ্যতেও থাকবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে ভিসি চত্বর হয়ে পুনরায় টিএসসি গিয়ে শেষ হয়।
এর আগে, গতকাল রোববার ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল ঠিক তখনই আজ সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানায় প্রশাসন।