× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবিতে গ্রীন ভয়েস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ল্যাংগুয়েজ ইউনিট

রাবি প্রতিনিধি:

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ পিএম । আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ পিএম

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক "ডিবেট টুর্নামেন্ট ২০২৪" এর অয়োজন করা হয়েছে।  "বিতার্কিকরা লড়বে,পরিবেশও বাঁচাবে" এই স্লোগানে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।  চূড়ান্ত পর্বে টিম ল্যাংগুয়েজ ইউনিট চ্যাম্পিয়ন হয়।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) শুরু হওয়া আয়োজনের চুড়ান্ত পর্বে মুখোমুখি হয় টিম ল্যাংগুয়েজ ইউনিট ও টিম লুব্ধক। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নেসার উদ্দিন টুর্নামেন্টে সেরা বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে। 

গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সংসদ পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মোশন ছিল, "এই সংসদ মনে করে, উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশগত অবনতির জন্য বহুজাতিক কর্পোরেশনগুলিই দায়ী।" বিতার্কিকদের দুটি দল যথাক্রমে সরকারি দল এবং বিরোধী দল হয়ে অংশগ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে গ্রীন ভয়েস রাবি শাখার সভাপতি আশিকুর রহমান বলেন, বিতর্কের এর মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে। পরিবেশ বিষয়ক বির্তক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতার সৃষ্টি হবে। 

উল্লেখ্য, এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাবি শাখার সাধারণ সম্পাদক আহসান হাবিব,  সহ-সভাপতি বিনীতা বিশ্বাস, রিফাত, প্রান্ত, মাহিন, ইফরিম সিদ্দিকী সহ গ্রীন ভয়েস রাবি শাখার অন্যান্য সদস্য গণ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.