× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

ঢাবি প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৪ এএম । আপডেটঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৫ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় ছেলে এবং মেয়েদের উভয় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এই প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেয়েদের গ্রুপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স-আপ হয়েছে।

গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের জিমনেশিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

উপাচার্য বলেন, ‘শারীরিক শিক্ষা ও খেলাধুলা শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী, দায়িত্বশীল, আত্মবিশ্বাসী করে তোলে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় নিজ নিজ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে প্রতিনিধিত্ব করেন। এ রকম প্রতিযোগিতার মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ ও আন্তঃসম্পর্ক আরও জোরদার হবে।’

প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষাকেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। 

এ ছাড়া ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.