সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের পরিবারের শিশুদের জন্য একটি ‘মিনি পার্ক’ চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাবের পাশে পার্কটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পার্কটির উদ্বোধন করেন। উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা তথা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য সঠিক কর্মপরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় পরিবার সদা তৎপর। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় পরিবারের শিশুদের সঠিক মানসিক বিকাশ সাধনের জন্য এই মিনি পার্ক চালু করা হয়েছে।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (উপ-উপাচার্য) অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হিসাব পরিচালক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা গেছে, পার্ক স্থাপনে প্রাথমিকভাবে ব্যয় হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা। মোট এক হাজার স্কয়ার ফিটের জায়গায় শিশুদের দোলনাসহ খেলাধুলার কিছু শিশুতোষ সামগ্রী দিয়ে পার্কটি উন্মুক্ত করা হয়। প্রতিদিন বিকেলে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। পার্কে শিশু-কিশোরদের অবস্থান, যাতায়াত ও চাহিদা বিবেচনায় পরবর্তী উন্নয়ন এবং বিনোদন পরিসর বাড়ানো হবে।