‘বই মানে জ্ঞান, বই মানে আলোর আবাহন’ স্লোগান নিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে অমর একুশে বইমেলায় বরাবরের মতো এবারও স্টল দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই স্টল উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় স্টল নম্বর ৮১১-৮১২ উদ্বোধন করা হয়।
স্টল উদ্বোধন শেষে জবি উপাচার্য বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জার্নালগুলো গবেষণায় কাজে আসবে। শিক্ষক-কর্মকর্তা যারা আছেন সবাই বইমেলায় আসবেন। বাচ্চাদের সঙ্গে আনবেন, সবাইকে বই কিনতে উৎসাহিত করবেন।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।