× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চবিতে আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স আজ

চবি প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৪, ২৩:১৯ পিএম । আপডেটঃ ২৬ জানুয়ারি ২০২৪, ২৩:২০ পিএম

সংবাদ সম্মেলনে তোলা ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স-২০২৪’ অনুষ্ঠিত হবে আজ শনিবার। 

‘আগামী প্রজন্মের জৈবপ্রযুক্তি: অসাধারণত্বের পথে’ এই প্রতিপাদ্য নিয়ে চবির জীববিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ সম্মেলন আয়োজন করা হয়েছে। চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি যৌথভাবে এই সম্মেলন আয়োজন করেছে। 

গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ‘আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলনের’ সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

এ সম্মেলনে বিশ্বের ৫৭টি প্রতিষ্ঠানের ৫২০ প্রতিনিধি অংশ নেবেন। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারতসহ পৃথিবীর ৮টি দেশের গবেষক ও শিল্পোদ্যোক্তারা তাদের জীবপ্রযুক্তির দক্ষতা এক টেবিলে নিয়ে আসবেন। এতে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান পূরণ করবে বলে প্রত্যাশা করেন বিভাগের শিক্ষকরা।

এতে মূল বক্তা থাকবেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক অধ্যাপক ড. উৎপল বোরা, আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ, আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট (ইমেরিটাস) ড. রুবহানা রাকিবসহ পৃথিবী খ্যাত শতাধিক গবেষক এতে অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সম্মেলন উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি ড. এ কে আজাদ চৌধুরী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.