× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চবির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞানের স্নাতকোত্তর ৮ বছরেও হয়নি শেষ

চবি প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৪, ০৫:২৩ এএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৪, ০৫:২৩ এএম

ফাইল ফটো

চবির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞানের স্নাতকোত্তর ৮ বছরেও হয়নি শেষ 

বিভাগের যাত্রা শুরু হওয়ার ৮ বছরেও স্নাতকোত্তর শেষ হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের কোনো ব্যাচের। এমনকি সর্বশেষ ভর্তি হওয়া দুটি ব্যাচ এখনো প্রথম বর্ষের গণ্ডি পেরুতে পারেনি।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে যাত্রা শুরু হয় বিভাগটির। তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সময়কালে বিভাগটি প্রতিষ্ঠিত হওয়ায় পদাধিকার বলে তিনিই ছিলেন এ বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। বর্তমানে এ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর। 

দীর্ঘ ৮ বছরেও বিভাগে স্থায়ী কোনো শিক্ষক নিয়োগ না দেওয়ায় স্থবিরতা দেখা গেছে বিভাগটির একাডেমিক কার্যক্রমে। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৮টি ব্যাচের জন্য শ্রেণিকক্ষ রয়েছে মোটে তিনটি। এছাড়া বিভাগের নেই নিজস্ব কোনো ভবন। বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামেই চলছে বিভাগের সার্বিক কার্যক্রম। শিক্ষার্থীদের দাবি, স্থায়ী শিক্ষক না থাকা, নিদিষ্ট একাডেমিক ক্যালেন্ডার, শ্রেণিকক্ষ না থাকা, সেশন জট ইত্যাদি সমস্যায় তীব্র ভোগান্তিতে পড়ে দফায় দফায় উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার পরও সমস্যার সমাধান হয়নি। প্রশাসন থেকে বারবার আশ্বস্ত করা হলেও মেলেনি কোনো সমাধান। এমন পরিস্থিতিতে কাফনের কাপড় জড়িয়ে গত ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

তবে শিক্ষার্থীদের আন্দোলনের পরপরই গত ১৭ জানুয়ারি শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে দেখা যায়, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিষয়ে প্রভাষক পদে দুইজন এবং রাজনীতি বিজ্ঞান/বাংলাদেশ স্ট্যাডিজ বিষয়ে প্রভাষক পদে একজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এর আগে, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি স্থায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, সেশনজট নিরসন, ফলাফল প্রকাশ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, সেমিনার, শিক্ষা উপকরণ ও অফিস কক্ষ দেওয়াসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন বিভাগের শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত দুটি ব্যাচ স্নাতক শেষ করলেও স্নাতোকোত্তর শেষ করতে পারেনি কোনো ব্যাচ। প্রতিটি ব্যাচেই রয়েছে সেশন জট। সর্বশেষ ভর্তি হওয়া তিনটি ব্যাচের দুটিই এখনো পর্যন্ত প্রথম বর্ষ শেষ করতে পারেনি। এছাড়া একটি ব্যাচ প্রথম বর্ষের পরীক্ষা দিলেও এখনও প্রকাশ করা হয়নি তাদের ফলাফল। এ অবস্থায় আগামী মার্চেই ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে যুক্ত হতে যাচ্ছে আরও একটি ব্যাচ।

২০২০-২১ সেশনের শিক্ষার্থী আমান উল্ল্যাহ বলেন, ‘আমাদের তিনটি ব্যাচ প্রথম বর্ষে আটকে আছে। আমরা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছি কিন্তু এখনো রেজাল্ট হয়নি। আমাদের পরের ব্যাচ প্রথম সেমিস্টার দিলেও রেজাল্ট পায়নি। তাদের পরের ব্যাচ ক্লাস করছে কিন্তু পরীক্ষা হচ্ছে না। অর্থাৎ তিনটি ব্যাচ একই ইয়ারে আছি। নির্দিষ্ট শ্রেণিকক্ষ না থাকায় এক সেশনের ক্লাস চললে বাকি সেশনগুলো দাঁড়িয়ে থাকতে হয়।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, যোগ্য শিক্ষক না পাওয়ায় এখনো শিক্ষক নিয়োগ সম্ভব হয়নি। যদিও বিভাগ চালুর ৮ বছর পেরিয়ে গেলেও এসব সমস্যার সুরাহা করতে না পারাকে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা বলছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো বিভাগে স্বপ্রণোদিত হয়ে শিক্ষক নিয়োগ দিলেও স্পোর্টস সাইন্সের শিক্ষক নিয়োগ না দেওয়ার বিষয়টিকে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের স্ববিরোধীতা বলছেন শিক্ষকরা। 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘বিভিন্ন বিভাগে উপাচার্য নিজ থেকেই খোঁজ নিয়ে শিক্ষক নিয়োগ দিচ্ছেন অথচ স্পোর্টস সাইন্সে দিচ্ছেন না। এটি তার স্ববিরোধীতা। স্পোর্টস সাইন্স বিভাগের নীতিমালা অনুযায়ী নিয়োগ বিজ্ঞাপন দিলে শিক্ষক পাওয়া যাবে।’ 

স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবুল মনসুর বলেন, ‘নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েও আমরা শিক্ষক পাইনি। গেস্ট টিচার তো স্থায়ী টিচারের মতো কাজ করবেন না। স্থায়ী শিক্ষক থাকলে বিভাগের সংকটগুলো কাটানো যেতো।’ 

তিনি আরও বলেন, ‘স্থায়ী বিল্ডিং ছাড়াই বিভাগ চালু হয়েছিল। তাই বিষয়টা হুট করে বললেই আমরা বাস্তবায়ন করতে পারব না। বিষয়গুলো এখনো প্রক্রিয়াধীন।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.