শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হাল্ট প্রাইজ। গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) পরিবহন মার্কেট, আমতলা, টুকিটাকি চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চলতি বছর হাল্ট প্রাইজ কমিটির ক্যাম্পাস ডিরেক্টর মো. আব্দুল কাদের জিলানী, ডেপুটি ডিরেক্টর প্রান্ত বড়ুয়া এবং সিয়াম ইবনে সোহরাবসহ হাল্টের অন্যান্য সদস্যরা
বিল গেটস হাল্ট ফাউন্ডেশন কতৃক আয়োজিত হাল্ট প্রাইজ বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সমস্যাকে একটি টেকসই ব্যাবসায় পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সমাধান করার চেষ্টা করে যা বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের যেকোনো সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সমস্যা সমাধানের মাধ্যমে বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন দেখে।