ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ। ছবি: সংগৃহীত
ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)—শীর্ষ তিনটি পদেই জয়লাভ করেছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। রিয়াজুল ৮৭০ ভোটের ব্যবধানে জয়ী হন।
জিএস পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৯৭৩ ভোট। আরিফ ৩ হাজার ৪৯৭ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন। এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৫ হাজার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪ হাজার ৭৫ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ১৬ হাজার ভোটারের মধ্যে ৬৬ শতাংশ শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রাথমিক গণনায় প্রথম দিকের কেন্দ্রগুলোতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের প্রার্থীরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেও কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল আসতে শুরু করলে শিবিরের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে যান।
ছাত্রদের কোনো হল না থাকায় শুধুমাত্র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (সাবেক নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী) হলের প্রতিনিধি নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হচ্ছে। ওই হলে ১ হাজার ২৪২ জন ভোটার ১৩ জন প্রতিনিধি নির্বাচনে ভোট দেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের হিড়িক পড়ে। জকসুর এই জয়ের মাধ্যমে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর পর পঞ্চম বৃহৎ বিশ্ববিদ্যালয়ে নিজেদের আধিপত্য বজায় রাখল ছাত্রশিবির। নির্বাচনে মোট ১২ জন ভিপি, ৯ জন জিএস এবং ৮ জন এজিএস প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
