দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে একযোগে এই ভোট গ্রহণ চলে। বর্তমানে ওএমআর পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করে ভোট গণনার কাজ চলছে।
উৎসবমুখর ক্যাম্পাস ও সরব উপস্থিতি
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাসে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। নির্ধারিত সময়ের মধ্যেই ভোটারদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের দীর্ঘ সারি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করায় দূর-দূরান্ত থেকেও ভোটাররা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সাধারণ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী:
- মোট কেন্দ্র: ৩৯টি (কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি)।
- মোট প্রার্থী: ১৯০ জন (কেন্দ্রীয় সংসদে ১৫৭ জন ও হল সংসদে ৩৩ জন)।
- মোট ভোটার: ১৭ হাজার ৯৮২ জন (কেন্দ্রীয় সংসদ ১৬,৭৩৫ এবং হল সংসদ ১,২৪৭ জন)।
- ভোটের হার: প্রাথমিক তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে ৬৬ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।
ভোট গ্রহণ শেষে স্বচ্ছতা বজায় রাখতে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়েছে। কেন্দ্রীয় মিলনায়তনে ছয়টি মেশিনের সাহায্যে এই গণনা কাজ চলছে, যা বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী এখন তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিদের নাম শোনার অপেক্ষায় প্রহর গুনছেন।