বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত সদস্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এই ফল ঘোষণা করেন। এরপর নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়। এর আগে গত ২৪ ও ২৫ ডিসেম্বর দুই দিনব্যাপী সারা দেশে অনলাইনে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি কার্যকরী পরিষদের পরামর্শক্রমে সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।
নূরুল ইসলাম সাদ্দাম বিদায়ী সেশনে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কেন্দ্রীয় দপ্তর, সাহিত্য, শিক্ষা ও পরিকল্পনা সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং নর্দান বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইচআরএম বিভাগে উচ্চতর গবেষণারত।
সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এর আগে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়ন করছেন।