মধ্যরাতে উত্তেজনা ছড়ানোর পর সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একজন শিক্ষার্থীকে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শ্রীশান্ত রায় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। বুধবার (নির্দিষ্ট তারিখটি এখানে বসবে) সকালে চকবাজার থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে সহপাঠীকে 'যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাইবার বুলিংয়ের' অভিযোগ এনে মঙ্গলবার মধ্যরাতে তার শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা।
এই উত্তেজনার পর সকালে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা চকবাজার থানায় শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “শ্রীশান্তর বিরুদ্ধে সাইবার স্পেসে নারীদের নিয়ে কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে। মামলার সঙ্গে কিছু স্ক্রিনশট যুক্ত করা হয়েছে, যাতে মানুষের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে।”
উপ-কমিশনার আরও জানান, কিছু সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে 'ধর্ষণের' অভিযোগের কথা এলেও, দায়ের করা মামলায় ধর্ষণের কোনো অভিযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, “এখানে ধর্ষণের কিছু নেই। তার বিরুদ্ধে মূল অভিযোগ সাইবার স্পেসে নারীদের নিয়ে বাজে মন্তব্য করা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত।”
পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান আরও বলেন, শ্রীশান্ত রায়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের প্রয়োজনে তাকে রিমান্ডে চাওয়া হতে পারে।