× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়

মন্নুজান হলে ভিপি-এজিএস শিবিরের, জিএস পদে চমক দেখালেন আম্মার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২৫, ০১:০৭ এএম । আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৫, ০২:৫৫ এএম

রাকসু নির্বাচনের ফলাফল গণনা চলছে।

দীর্ঘ প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মন্নুজান হল শাখার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে হলটিতে ছাত্রশিবির-সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেল ভিপি (সহ-সভাপতি) এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়লাভ করে এগিয়ে রয়েছে। তবে জিএস (সাধারণ সম্পাদক) পদে চমক দেখিয়েছেন 'আধিপত্যবিরোধী ঐক্য' প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সহ-সভাপতি (ভিপি): এই পদের ফলাফলে বিপুল ভোটে জয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি পেয়েছেন ৯৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৩৬ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস): জিএস পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এগিয়ে রয়েছেন 'আধিপত্যবিরোধী ঐক্য' প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি ভোট পেয়েছেন ৮৪১টি। অন্যদিকে, তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): এজিএস পদেও জয় পেয়েছে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল। এই পদের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ৫৫৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮ ভোট।

এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে আরও তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে। সেগুলোর ফলাফলও কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.