রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তাদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল থেকে দফায় দফায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে অবরুদ্ধ করে রাখা হয়।
ঘটনার সূত্রপাত হয় শনিবার দুপুর ৩টার দিকে। শিক্ষার্থীরা সহ-উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন। তারা গাড়ির ইঞ্জিনের ওপর প্রতীকী ‘ভিক্ষা’ হিসেবে খুচরা টাকা দিয়ে প্রতিবাদ জানান। প্রায় ২০ মিনিট ধরে অবরুদ্ধ থাকার পর সহ-উপাচার্য গাড়ি থেকে নেমে হেঁটে বাসভবনের দিকে রওনা দিলে শিক্ষার্থীরা তার পিছু নেন এবং বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। ফলে সহ-উপাচার্য, প্রক্টরসহ প্রশাসনের কর্মকর্তারা সেখানেই আটকে পড়েন।
জুবেরী ভবনে হাতাহাতি ও ধস্তাধস্তি
পরে সহ-উপাচার্য ও প্রক্টর জুবেরী ভবনে আলোচনার জন্য গেলে বিকেল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে তাদের আবারও উত্তেজনা ছড়ায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা, ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সহ-উপাচার্য জুবেরী ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে অবস্থান নিলে শিক্ষার্থীরা সিঁড়ি ও বারান্দায় অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। বিকেল ৫টা পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে। ছবি: সংগৃহীত
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীরা সহ-উপাচার্যের হাত ধরে টেনে ধরেছে, যা অসম্মানজনক। তিনি আরও অভিযোগ করেন, এই ধস্তাধস্তির সময় তার হাতের ঘড়ি ও পকেটের ১০ হাজার টাকা খোয়া গেছে।
শিক্ষার্থীদের অনড় অবস্থান
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তার ফেসবুকে লিখেছেন, 'রাবি প্রশাসন গায়ে হাত তুলল, গলা চেপে ধরল। কোনো অভিযোগ দেব না, শুধু পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করবে।'
উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১০টি শর্তে পোষ্য কোটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়, যার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh