× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নিম্নমানের খাবার, হল সংসদ নেতাদের অভিযান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ এএম । আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন হলের নবনির্বাচিত সংসদ নেতারা। সম্প্রতি একাধিক হলে ক্যান্টিন ও দোকান পরিদর্শনে গিয়ে খাবারের নিম্নমান, অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মচারীদের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তারা।

সূর্যসেন হলের ক্যান্টিন: অপরিষ্কার রান্নাঘর ও কর্মীদের পোশাক নিয়ে প্রশ্ন

সূর্যসেন হলের নবনির্বাচিত ভিপি আজিজুল হক সম্প্রতি ক্যান্টিন পরিদর্শনে গিয়ে খাবারের নিম্নমান ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ক্যান্টিন ম্যানেজারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, "আপনারা পচা আলু আর নামমাত্র ডাল খাওয়াচ্ছেন। ৪২ বছর ধরে ক্যান্টিন চালানোর পরও কোনো পরিবর্তন আসেনি। ১৫ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন না এলে আপনারা যেন চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন।"

এছাড়াও তিনি হাফপ্যান্ট পরে কাজ করা কর্মীদের নিয়ে প্রশ্ন তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "রান্নাঘরে যদি হাফপ্যান্ট পরে কাজ করে, তাহলে আপনার ম্যানেজার থাকার কী দরকার?"

এই পদক্ষেপকে অনেকেই শিক্ষার্থীদের অধিকার রক্ষার ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। যদিও ভিপি আজিজুল হক তার আচরণে কিছুটা উচ্চবাচ্যের কথা স্বীকার করে ভবিষ্যতে আরও সংযত ও মার্জিত থাকার অঙ্গীকার করেছেন।

মুহসীন ও জহুরুল হক হলে জরিমানা ও হুঁশিয়ারি

একইভাবে, হাজী মুহম্মদ মুহসীন হলের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহ খাবারে পচা গাজর, পেঁপে এবং পাম অয়েল ব্যবহারের অভিযোগে ক্যান্টিন মালিকদের জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, "জরিমানার বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে। আমি তাদের কাছ থেকে লিখিত চুক্তি নিয়েছি যে ভবিষ্যতে কোনো অনিয়ম করলে তারা জরিমানা দেবে।"

অন্যদিকে, জহুরুল হক হলের জিএস খালেদ হাসান ক্যান্টিনে ক্ষতিকর টেস্টিং সল্ট পাওয়ায় এক ক্যান্টিন মালিককে ১ হাজার টাকা জরিমানা করেছেন। এই বিষয়ে তিনি বলেন, "শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।" এর আগে সূর্যসেন হলের এক দোকানে এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভিপি আজিজুল হক।

প্রক্টর যা বললেন

হল সংসদ নেতাদের এই ধরনের পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুল্লাহ আহমেদ বলেন, "জরিমানা করার এখতিয়ার তাদের নেই। হল প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা তাদের দায়িত্ব। তবে সব কাজ হল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করা উচিত।"

শিক্ষার্থীদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় হল সংসদ নেতাদের এই তৎপরতা একটি ইতিবাচক পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। তবে প্রশাসনিক নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করা না হলে তা আইনি জটিলতা তৈরি করতে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.