× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাকসু নির্বাচনে ২৯৭টি পদের মধ্যে ৩৮টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়!

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৬ পিএম । আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার কেন্দ্রীয় সংসদ ও ১৭টি হল সংসদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, রাকসু ও হল সংসদ মিলে মোট ২৯৭টি পদের মধ্যে ৩৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। এর মধ্যে ৩৫টি সম্পাদকীয় এবং তিনটি কার্যকরী সদস্য পদ। এছাড়াও, চারটি কার্যকরী সদস্য পদ শূন্য রয়েছে, যেখানে কোনো প্রার্থী নেই।

ছাত্রী হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের সংখ্যা বেশি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৮ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনই ছাত্রী হলের। এর মধ্যে ২৭ জন সম্পাদকীয় পদে এবং ৮ জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ছাত্র হলের মাত্র তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন; যার মধ্যে একজন সম্পাদকীয় পদে এবং দুজন কার্যকরী সদস্য পদে।

যেসব হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী:

  • মুন্নুজান হলে একজন।
  • জুলাই ৩৬ হলে সাতজন।
  • রোকেয়া হলে নয়জন।
  • রহমতুন্নেসা হলে নয়জন।
  • তাপসী রাবেয়া হলে তিনজন।
  • খালেদা জিয়া হলে ছয়জন।
  • বিজয় ২৪ ছাত্র হলে তিনজন।


এছাড়াও, জুলাই ৩৬, রোকেয়া, রহমতুন্নেসা এবং খালেদা জিয়া হলে একটি করে মোট চারটি কার্যকরী সদস্য পদ শূন্য রয়েছে।


২৩টি পদের বিপরীতে ২৪৮ জন প্রার্থীর লড়াই

রাকসুর মোট ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৮ জন প্রার্থী। এর মধ্যে ছাত্র হলের ১৬৫টি পদের বিপরীতে ১০৯ জন এবং ছাত্রী হলের ৯০টি পদের বিপরীতে ১৩৯ জন প্রার্থী রয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন; যার মধ্যে ১৭ হাজার ৬০০ জন ছাত্র এবং ১১ হাজার ৩০৫ জন ছাত্রী।


নির্বাচনী লড়াইয়ে ৯টি প্যানেল

এই নির্বাচনে মোট নয়টি প্যানেল অংশগ্রহণ করছে। এর মধ্যে ছয়টি প্যানেল রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে। অন্য তিনটি প্যানেলের মধ্যে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে, একটি সামাজিক সংগঠনের এবং অন্যটি স্বতন্ত্র শিক্ষার্থীদের।


ঘোষিত প্যানেলগুলো হলো:

  • ছাত্রদল মনোনীত প্যানেল
  • ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’
  • ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’
  • গণতান্ত্রিক ছাত্র জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’
  • ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’
  • ছাত্র ইউনিয়নের একাংশের ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’
  • সামাজিক সংগঠন ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরামের (ইউএসডিএফ) ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
  • সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’


ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫শে সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। একই দিনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক এফ নজরুল ইসলাম। তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.