× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে শিবির-সমর্থিত প্যানেল জয়ী, ভিপি স্বতন্ত্র প্রার্থীর হাতে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ এএম । আপডেটঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ এএম

জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ভিপি আবদুর রশিদ (জিতু) ও জিএস মো. মাজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদেই জয় লাভ করেছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট' প্যানেল। ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস), দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ২০টি পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীর প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ও স্বতন্ত্র প্রার্থীরা দুটি করে পদে জয় পেয়েছেন।

গত ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণের পর শুক্র ও শনিবার দিনভর গণনা শেষে গতকাল বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

আবদুর রশিদ। ছবি: সংগৃহীত 


ভিপি পদে জয়ী স্বতন্ত্র প্রার্থী জিতু

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন'-এর প্রার্থী আবদুর রশিদ (জিতু)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট।

এ ছাড়া, বাগছাস-সমর্থিত আরিফুজ্জামান উজ্জ্বল ১ হাজার ২১১ ভোট এবং নির্বাচন বর্জন করা জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত শেখ সাদী হাসান ৬৪৮ ভোট পেয়েছেন।


জিএসসহ ২০ পদে শিবিরের জয়

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জয় লাভ করেছেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১ হাজার ২৩৮ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে (পুরুষ) ২ হাজার ৩৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান। অন্যদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে (নারী) ৩ হাজার ৪০২ ভোট পেয়ে জয় পেয়েছেন একই প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা।

শীর্ষ পদগুলোর বাইরে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের অন্যান্য বিজয়ীরা হলেন: শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, সহসাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক রুহুল ইসলাম, সহক্রীড়া সম্পাদক মো. মাহাদী হাসান, সহক্রীড়া (নারী) সম্পাদক ফারহানা আক্তার, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (পুরুষ) তৌহিদ হাসান, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান।

কার্যকরী সদস্য পদেও এই প্যানেলের নুসরাত জাহান ইমা, ফাবলিহা জাহান নাজিয়া, নাবিলা বিনতে হারুন, হাফেজ তারিকুল ইসলাম এবং মো. আবু তালহা জয়ী হয়েছেন।

অন্যান্য পদে বিজয়ীরা

ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের বাইরে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে বাগছাস-সমর্থিত আহসান লাবিব, ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মো. মাহামুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে মুহিবুল্লাহ শেখ এবং কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিশতী জয়ী হয়েছেন।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন।

ফল ঘোষণার আগে নির্বাচন কমিশনের সদস্যের পদত্যাগ

ফলাফল ঘোষণার ঠিক আগমুহূর্তে জাকসু নির্বাচন কমিশনের সদস্য রেজওয়ানা করিম পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, রেজওয়ানা করিমের এমন পদত্যাগে তারা বিস্মিত। তার কোনো আপত্তি থাকলে আগে জানাতে পারতেন, কিন্তু ফল ঘোষণার ঠিক আগে এই সিদ্ধান্ত বিস্ময়কর।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.