ফল ঘোষণার পর জাকসুর নির্বাচিত তিন প্রতিনিধির উল্লাস। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন শিবিরের প্যানেলের মো. মাজহারুল ইসলাম।
শনিবার রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণার মধ্য দিয়ে বিজয়ীদের নাম জানা যায়। এর আগে বিকেল ৫টার দিকে ফল ঘোষণা শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভিপি পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে ছাত্রশিবিরের প্যানেলের মো. মাজহারুল ইসলাম জয়ী হয়েছেন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন—
এজিএস (পুরুষ): ফেরদৌস আল হাসান
এজিএস (নারী): আয়েশা সিদ্দিকা মেঘলা
তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইসলাম
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম
সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ
সহ সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দীন
ক্রীড়া সম্পাদক (পুরুষ): মাহাদী হাসান
ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আকতার
সমাজসেবা সম্পাদক: আহসান লাবিব
সহ সমাজসেবা সম্পাদক (পুরুষ): তৌহিদ হাসান
সহ সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা
খাদ্যনিরাপত্তা সম্পাদক: হুসনি মোবারক
পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান
কার্যকরী সদস্য (পুরুষ): মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা, তরিকুল ইসলাম
কার্যকরী সদস্য (নারী): নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান
নির্বাচনের নানা জটিলতা
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোট গণনা পদ্ধতি নিয়ে শুরু থেকেই নানা জটিলতা দেখা যায়। প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও, পরে ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপের পর হাতে ব্যালট গোনার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর ভোট গণনা শুরু হয়।
ভোটগ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে নানা অব্যবস্থাপনা ও কারচুপির অভিযোগ ওঠে। একাধিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন, পুরো প্রক্রিয়াটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। অনিয়মের অভিযোগ তুলে ভোট প্রক্রিয়ায় যুক্ত তিন শিক্ষক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এদের মধ্যে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন। এছাড়া, শুক্রবার রাতে জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তারও তার পদ থেকে পদত্যাগ করেন।
ফলাফল ঘোষণায় দীর্ঘ বিলম্বের কারণে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা যায়। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানায়। জাকসুতে মোট ২৫টি এবং হল সংসদে ১৫টি পদ রয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
