× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাকসু নির্বাচন

'যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালিয়েছেন কমিশনার', অভিযোগ শিবিরের প্রার্থীর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ এএম । আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ এএম

সংবাদ সম্মেলনে কথা বলছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস (পুরুষ) পদপ্রার্থী ফেরদৌস আল হাসান। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। জোটের এজিএস (পুরুষ) প্রার্থী ফেরদৌস আল হাসান পদত্যাগকারী কমিশনারকে উদ্দেশ করে বলেন, ‘যুদ্ধের ময়দানে এসে তিনি লেজ গুটিয়ে পালিয়েছেন। তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয়, নির্বাচনকে ঘিরে তার যে হীন ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পেরে তিনি পদত্যাগ করেছেন।’

শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, এর আগে রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচে সংবাদ সম্মেলন করে জাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সহসভাপতি।

ভিত্তিহীন অভিযোগের পালটা অভিযোগ

সমন্বিত শিক্ষার্থী জোটের ব্রিফিংয়ে ফেরদৌস আল হাসান বলেন, 'এটি খুবই প্রহসনমূলক আচরণ। তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতা। তিনি কীভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কমিটিতে থাকেন। তিনি যে অভিযোগগুলো করে পদত্যাগ করেছেন, সেগুলো ভিত্তিহীন।'

তিনি আরও বলেন, 'গত বৃহস্পতিবার আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়েছি। আমরা দেখেছি, নির্বাচনী ব্যবস্থার কিছু ত্রুটি থাকলেও শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে এসেছে। শতকরা ৬৮ শতাংশ ভোট পড়েছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রমাণ করেছে, তারা জাকসু চায় এবং তাদের অধিকার বাস্তবায়ন করতে চায়।'

নির্বাচন বানচালের এই প্রচেষ্টা সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, 'একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে ওএমআর পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন সরে আসে। কিন্তু সে ক্ষেত্রে আমাদের বা অন্য কোনো অংশীজনের সঙ্গে আলাপ করা হয়নি।'

ধীর গতির গণনায় ক্ষোভ

ফেরদৌস আল হাসান বলেন, ম্যানুয়ালি ভোট গণনার ক্ষেত্রে জাকসু নির্বাচন কমিশনের তেমন কোনো প্রস্তুতি ছিল না। ভোট গ্রহণের পর প্রায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও শুধু হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সংসদের সব ভোট গণনা এখনো বাকি। এই দায় পদত্যাগকারী নির্বাচন কমিশনের সদস্যকে নিতে হবে।

দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার জাকসু ও ২১টি হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ভোটার ছিল ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নারী ৬ জন ও পুরুষ ১০ জন প্রার্থী রয়েছেন।

এবারের নির্বাচনে ছাত্রদলের প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ফ্রন্টের একাংশের একটি প্যানেলসহ মোট ৮টি প্যানেল হয়েছে। এদের মধ্যে কয়েকটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.