জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার। আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফল ঘোষণা করা হবে। তবে তিনি নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি। তিনি বলেন, "রাতের শেষভাগেও ফল ঘোষণা করা হতে পারে।"
অধ্যাপক মাফরুহী সাত্তারের আকস্মিক পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে জটিলতা চলছে বলে ধারণা করা হচ্ছে।